রাজধানীর বাড্ডায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে মডেল রিসিলা বিনতে ওয়াজিরকে।
র্যান্প মডেল হিসেবে পরিচিত মুখ ২২ বছর বয়সী রিসিলা আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।
সুবাস্তু নজরভ্যালিতে তার অ্যাপারটমেন্টে রিসিলার লাশ পাওয়া যায় বলে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “ওই নারী নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানান।”
সোমবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতাল থেকে রিসিলার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, রিসিলার স্বামী নরসিংদীতে একটি বায়িং হাউজে চাকরি করেন এবং তাদের সাড়ে তিন বছরের মেয়েটি তখন নানির বাসায় ছিল।
রিসিলা আত্মহত্যা করলে তা কী কারণে করেছেন, সে বিষয়ে কোনো কিছু বলতে পারেনি পুলিশ।
তবে ‘হতাশা থেকে’ তিনি এই কাজ করতে পারেন বলে ধারণার কথা জানান ওসি আবু বকর।
সকালে রিসিলা হোয়াটসঅ্যাপে কথা বলছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন তার স্বামী।
ইউনাইটেড হাসপাতালে রিসিলাকে কে নিয়েছিল- জানতে চাইলে ওসি বলেন, স্বামী ও বাবার বাড়ি উভয় পক্ষের স্বজনদেরই হাসপাতালে দেখেছেন তিনি।

No comments:
Post a Comment