Monday, July 31, 2017

মধ্যরাতে রাস্তায় মাতাল নারীর কার্যকলাপে নাজেহাল পুলিশ, স্বামী অসহায়!

ঘড়ির কাটায় সময় তখন রাত সাড়ে বারোটার বেশি
। ভারতের কলকাতায় বাইপাস-চিংড়িঘাটা মোড়ে আচমকা ডিভাইডারে ধাক্কা মারে ‘প্রেস’ লোগো ব্যবহার করা একটি প্রাইভেটকার। এ সময় ওই গাড়িতে এক যুবক, তার স্ত্রী ও শ্যালিকা ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়ির আরোহীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় এক ট্যাক্সিচালক ও পাশের একটি ভবনের নিরাপত্তারক্ষী।
ভারতীয় একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার পর প্রাইভেটকারটির কাছে যেতেই দরজা খুলে ওই ট্যাক্সিচালকের বুক সজোরে খামচে ধরেন গাড়ির ভেতরে থাকা যুবকের স্ত্রী। এরপর তিনি ঐ নিরাপত্তারক্ষীকে জাপটে ধরে চুমু খেতে থাকেন। এক পর্যায়ে তাকে ছেড়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে গড়াগড়ি খেতে শুরু করেন ওই মদপান করা মাতাল ঐ নারী।
খবর পেয়ে বেলেঘাটা ট্রাফিক পুলিশ ও বিধাননগর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, প্রাইভেটকার আরোহীদের তিনজনই পুরোপুরি মাতাল। অত রাতে তাদের সঙ্গে কোনো নারী পুলিশ না থাকায় তারা তাদের সামলাতে গিয়ে পুরোপুরি নাজেহাল হয়ে পড়েন। প্রায় দুই ঘন্টা রাস্তায়ই পড়েছিলেন মদ্যপ দুই নারী। এক পর্যায়ে বাড়িতে তাদের পরিবারের কাছে খবর পাঠায় পুলিশ। একই সঙ্গে স্থানীয় নারীদের সহায়তায় মাতাল দুই নারীকে রাস্তা থেকে তুলে একটি গাড়িতে শুইয়ে দেয় তারা।
বিধাননগর দক্ষিণ থানা পুলিশ জানায়, প্রাইভেটকারটিতে থাকা তিনজন কলেজ স্ট্রিটের বাসিন্দা। কোনো লেটনাইট পার্টি থেকে ফিরছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন ওই যুবকের স্ত্রী। আর যুবকটি সামনের সিটে তার পাশে বসেছিলেন। পেছনের সিটে ছিলেন তার শ্যালিকা।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা দেখে পিছনের সিটে থাকা তরুণীর নিম্নাঙ্গে কোনো পোশাক নেই। এমনকি, দুর্ঘটনার পরও ওই দুই মাতাল নারীর জ্ঞান ফেরেনি। রাতেই তাদের বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। পরে মাতাল তিনজনকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ‘প্রেস’ স্টিকার লাগানো গাড়িটি আটক করা 

No comments:

Post a Comment